Upcoming: Autumn Edition'24
Ongoing: Autumn Edition'23
ISSN 2321 - 4805
মিলন মুখোপাধ্যায়ের নাটক ঘোড়া ঘোড়া: মধ্যবিত্তের সংকট
ড: ব্রজ সৌরভ চট্টোপাধ্যায়, নাট্যশিল্পী, প্রাবন্ধিক ও ছোটোগল্পকার, শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ
নাটককে বলা হয় সমাজের দর্পণ। আসলে যদিও সমাজ বর্হিভূত কোনোকিছুই সাহিত্যের পদবাচ্য নয়, তবুও নাটকের মাধ্যমেই সমাজচিত্র যুগে যুগে বারবার উঠে এসেছে একাধিক নাট্যকারের কলমে। সমাজকে চালচিত্র করে তার মধ্যে শৃঙ্খল আঁচড়ে তৈরি হয়েছে নাটকের চরিত্ররা। মিলন মুখোপাধ্যায়ের ‘ঘোড়া ঘোড়া’ নামক স্বল্পায়তনের একাঙ্ক নাটকটি সমাজচিত্রণের অভূতপূর্ব দলিল।
স্বাধীনতা উত্তরকালের গল্প বর্ণিত হয়েছে এই নাটকে। জুয়া, রেস, মদ, নারীসঙ্গ প্রভৃতির পাশাপাশি অবক্ষয়ী বাকি সমাজের দুঃখ, যন্ত্রণা ও আর্তি প্রকাশ পেয়েছে নাটকের মধ্যে। সমগ্র প্রবন্ধে সেই দিকগুলিকে বিশদে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করাই সমাদের লক্ষ্য।