Upcoming: Autumn Edition'24
Ongoing: Autumn Edition'23
ISSN 2321 - 4805
স্বাধীনতার ৫০ বছর: বাংলাদেশের থিয়েটার
ফাহিম মালেক, সহকারী অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, বাংলাদেশ
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাটকের ইতিহাস নানারূপ পট পরিবর্তন মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। তারই ধারাবাহিকতার একটি সার্বিক পটচিত্র প্রবন্ধটিতে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির একটি অন্যতম অর্জন। নাট্যচর্চায় এর সুদূরপ্রসারী প্রভাব তার গতিকে ত্বরান্বিত করতে শুরু করে সত্তুরের দশকেই।
ব্রিটিশ ভারতের চর্চিত নাট্যশিক্ষা অনেকটাই গতিপ্রাপ্ত হয় দেশজ নাট্যশেলীর দিকে। নাট্যরচনায় যেমন তার সমূহ পরিবর্তন ঘটে তেমনি তার উপস্থাপনায়। পরবর্তীতে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও তার সুনিশ্চিত প্রভাব পরিলক্ষিত হয়। যার ফলে পাশ্চাত্যের অনুকরণে প্রভাবিত না হয়ে দেশজ ধারায় স্বতন্ত্রভাবে দেশজ শৈলীর নাট্যভাবনার দ্বারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূর্ণাঙ্গ নাট্যবিভাগ চালু হয়।