Upcoming: Sarat Sankhya (Autumn Edition'24)
Ongoing: Sarat Sankhya (Autumn Edition'23)
ISSN 2321 - 4805
স্বপন মাহাতো,কলকাতা:- কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন - এর জার্সি উন্মোচিত হলো। ২২ জুলাই শনিবার, দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজির নেতাজি সুভাষ স্পোর্টস্ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। সেই সঙ্গে সংস্থার একটি ওয়েবসাইটের সূচনা হয়। অনুষ্ঠানে কালিঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার কার্তিক (বাবুন) ব্যানার্জী বলেন, তাঁর দল যাতে সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসি বেগম, আই এফ এ সভাপতি অনির্বাণ দত্ত, রাজপুর- সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ড. পল্লব দাস, রাজপুর - সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, AIFA ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জী প্রমুখ।