Upcoming: Autumn Edition'24

Ongoing: Autumn Edition'23

ISSN 2321 - 4805

  • অভিনব কায়দায় উন্মোচিত হল ডুরান্ড কাপের ট্রফি

    26 Jul 2023: অভিনব কায়দায় উন্মোচিত হল ডুরান্ড কাপের ট্রফি

    Swapan Mahato , Photo Journalist , Freelance

    নিজস্ব প্রতিবেদক,কলকাতা:- অভিনব উপায়ে উন্মোচন করা হল ১৩২তম ডুরান্ড কাপের ট্রফি। কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি থেকে টুর্নামেন্টের ট্রফি নিয়ে ঝাঁপ দিলেন দুই সেনাকর্মী। ৬৫ তলার উপর থেকে প্যারাশুটে চেপে ময়দানে নেমে আসেন গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ও লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা। তাঁর সঙ্গে ছিল ডুরান্ড কাপের ট্রফি। কয়েকদিন পরেই শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। শতাব্দীপ্রাচীন এই টুর্নামেন্ট আয়োজিত হবে কলকাতাতেই । জানা গেল, অভিনব উপায়ে ট্রফি উন্মোচনের পরিকল্পনা ছিল আয়োজকদের। সেই মতোই কলকাতার উচ্চতম বহুতলের ছাদ থেকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয়। ময়দানে অবস্থিত 'দ্য ৪২' আর এই বহুতলের ৬৫ তলার ছাদে উঠে পড়েন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত দুই সৈনিক। প্যারাশুটে চেপে ডুরান্ড কাপের ট্রফি নিয়ে বেশ কিছুক্ষণ কলকাতার আকাশে উড়ে বেড়ান তাঁরা। অবশেষে মিনিটখানেক পরে কলকাতা ময়দানে নেমে আসেন তাঁরা। সাহসী গ্রুপ ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কর্নেলকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে ডুরান্ড কাপ। মোট ২৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। তার মধ্যে ১৯টি দল ভারতের। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ একাধিক জনপ্রিয় ক্লাব অংশ নেবে ডুরান্ড কাপে। কলকাতাতেই বসবে গোটা টুর্নামেন্টের আসর। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।আগেও একাধিকবার কলকাতায় আয়োজিত হয়েছে ডুরান্ড কাপ। কিন্তু এই কায়দায় ট্রফি উন্মোচনের ঘটনা এই প্রথমবার।