Upcoming: Autumn Edition'24
Ongoing: Autumn Edition'23
ISSN 2321 - 4805
স্বপন মাহাতো, কলকাতা:- চিত্রকূট আর্ট গ্যালারিতে ১ অগাস্ট থেকে শুরু হয়েছে যামিনী রায়ের অয়েল পেন্টিং এর উপর এক বিশেষ চিত্র প্রদর্শণী। এই প্রদর্শণীটি চলবে ৩১ অগাস্ট ২০২৩ পর্যন্ত। প্রদর্শণীটি ঘুরে দেখার সময়সীমা দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। চিত্রকূট আর্ট গ্যালারির বিশেষ প্রদর্শণীটির এবারের আকর্ষণ যামিনী রায়ের একক চিত্র সমাহার। এই সম্পূর্ণ বিষয়টি আয়োজন করেছেন, চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার। প্রসঙ্গত, যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার পটচিত্র শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরেন। যামিনী রায় নিজে পটুয়া না হলেও, নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন। পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখর চিত্র তিনি তার ছবির প্লট হিসেবে ব্যবহার করতেন।বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তী সময় সম্পূর্ণ দেশীয় তথা গ্রামবাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। তিনি লোক সংস্কৃতিকে বেছে নিয়েছিলেন। বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। তিনি বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ পেলেও কখনও বিদেশে যাননি। বরং বাংলার মাটিতে নিজের সমস্ত প্রতিভা বিকশিত করেছেন।