Upcoming: Sarat Sankhya (Autumn Edition'24)
Ongoing: Sarat Sankhya (Autumn Edition'23)
ISSN 2321 - 4805
নিজস্ব প্রতিনিধি: প্রথমবার দ্য ক্রিক ক্লাব কলকাতায় CCFC - 5 A সাইড কর্পোরেট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল। ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় ১৫ই আগস্ট আর শেষ হয় ২০আগস্ট রবিবার। টুর্নামেন্ট দুটি গ্রুপ নিয়ে গঠিত হয় গ্রুপ 1-এ, রয়্যাল মোটরস, FIIOB, SUNKNOWLEDGE, এবং VGM পরামর্শদাতার মতো দল আর গ্রুপ 2-এ SSTC, MCKV, PCM, এবং ভাস্তারা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ছিল। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল 20 আগস্ট, 2023-এ সম্পন্ন হয়। যোগ্য দলগুলির সাথে: গ্রুপ 1 থেকে FIIOB এবং SUNKNOWLEDGE এবং গ্রুপ 2 থেকে PCM এবং ভাস্তারা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। সেমি-ফাইনাল ম্যাচ হয় FIIOB এবং PCM এর পাশাপাশি ভাস্তারার ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট এবং SUNKNOWLEDGE এর সাথে। টুর্নামেন্টে রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভাস্তারা ফেসিলিইটি ম্যানেজমেন্ট এবং PCM।ফাইনাল ম্যাচে ভাস্তারা ফেসিলিইটি ম্যানেজমেন্টকে হারিয়ে জয়লাভ করে পিসিএম। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার ও মানস ভট্টাচার্য। এছাড়াও উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন মিঃ ভাস্কর গাঙ্গুলী এবং মিহির বোস। কলকাতায় 5-A সাইড CCFC টুর্নামেন্ট প্রসঙ্গে মানস ভট্টাচার্য বলেন, "এটি কেবল একটি ফুটবল খেলা নয়। এটি প্রতিভা, কঠোর পরিশ্রম এবং ঐক্যকে উন্নীত করে”