স্বপন মাহাতো, কলকাতা:- কালী পুজো মানে নৈহাটি নয় বারাসাত।দু জায়গার বৈশিষ্ট্য সম্পুর্ন আলাদা।তবে বাংলার মানুষের ভিড় এই দুই জায়গায়। বড় বড় পান্ডেল,বড় বাজেট।কিন্তু কলকাতার কালী পুজো সম্পর্কে সঠিক ধারনা অনেকের নেই।কলকাতায় ১৬৫ বছর আগে হোগলা পাতার পান্ডেল দিয়ে শুরু হয় কলেজ স্ট্রিট অঞ্চলে আদি বারোয়ারী কালী পুজো। আজো নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয়।নাট্য জগতের প্রখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনী বাড়ির পুজো অনুষ্ঠিত হয় তন্ত্র মতে।বিনোদীনির বংশধর সুব্রত বাবু নিজে হাতে মায়ের পুজোর আয়োজন করেন।পরবর্তী উত্তরসূরী সেই ধারাকে ধরে রাখতে আগ্রহী। কলকাতার কৃষ্ণ বাগান সার্বজনীন কালী পুজো কমিটি এবছর ৭৭ বছরে পদার্পণ করলো। এখানে মাত্র নয়দিনের প্রস্তুতিতে অসাধারণ ভাবনার প্রকাশ মন্ডোপ নির্মানে। এখানে মায়ের পুজো পরম নিষ্ঠার সাথে হয়।মায়ের অলঙ্কার সব ভক্তের দেওয়া।