Upcoming: Sarat Sankhya (Autumn Edition'24)

Ongoing: Sarat Sankhya (Autumn Edition'23)

ISSN 2321 - 4805

  • তেপান্তর পাঠশালার শুভ উদ্বোধন

    03 Mar 2025: তেপান্তর পাঠশালার শুভ উদ্বোধন

    Priobrata Saha , Member , Ebong Amra

    পশ্চিম বর্ধমান জেলার সাতকাহনিয়া গ্রামের একটি নাট্য সংগঠন 'এবং আমরা' আজ প্রায় ত্রিশ বছর ধরে ধৈর্য্য এবং নিষ্ঠার সহিত তাদের নাট্যচর্চার কাজ করে চলেছে। তাদেরই প্রতিষ্ঠিত একটি নাট্যগ্রাম 'তেপান্তর' নামে সারা ভারতে আজ বহুল সমাদৃত। সেই নাট্যগ্রামে গত পহেলা মার্চ তারিখে "তেপান্তর পাঠশালা" নামে তারা একটি নতুন কর্ম উদ্যোগ শুরু করলেন। অনুষ্ঠানের শুরুতে ছোট ছোট বাচ্চাদের দুটি বিভাগে বিষয়ভিত্তিক 'বসে আঁকো' প্রতিযোগিতা হয় যার বিষয় ছিল বসন্ত উৎসব। প্রায় 50 জন শিশু সেই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় এবং তারা তাদের ছবি আঁকে - কেউ আঁকে প্যাষ্টেল রং-এ কেউবা জল রং-এ। তার মধ্যে দুটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম - এভাবে দশ জনের ছবি পুরষ্কারের জন্য নির্ধারণ হয়। এর পরপরই মূলমঞ্চে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা সেখানে তাদের বক্তব্য রাখেন - অতিথিদের মধ্যে ছিলেন শান্তিনিকেতনের পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিংহ, পাঠভবনের শিক্ষক সুরজিৎ সেন, বিশ্বভারতীর নাটক বিভাগের প্রাক্তন অধ্যাপক তারক সেনগুপ্ত মহাশয়, প্রাক্তন অধ্যাপক নিখিলেশ চৌধুরী মহাশয় ছাড়াও ছিলেন গ্রামের অনেক গন্যমান্য ব্যক্তিত্ব এবং শ্যাম স্টিল কোম্পানীর সিনিয়র অফিসার ও "তেপান্তর পাঠশালার" প্রধান উপদেষ্টা সুরজিৎ ঘোষ মহাশয় এবং অন্যান্য আরো অনেকে। অতিথিদের বক্তব্যের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে "তেপান্তর পাঠশালা"র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলাপচারিতায় 'এবং আমরা' নাট্যদলের কর্ণধার কল্লোল ভট্টাচার্য মহাশয় বলেন, "তেপান্তর পাঠশালা" শুরু হলো এই লক্ষ্যে যে, আমাদের আশেপাশে অবস্থিত সমস্ত গ্রামের বাচ্চাদের বৌদ্ধিক বিকাশের জন্য একটি ফ্রি এডুকেশন প্রোগ্রাম যেখানে থাকবে প্রথাগত শিক্ষার বাইরে একটা ভিন্নধর্মী শিক্ষার ব্যবস্থা - যার মধ্যে থাকবে ছবি আঁকা, গান, নৃত্য, নাটক, আলপনা, আবৃত্তি, আধুনিক ভাষা শিক্ষা প্রভৃতি নানা বিষয়। এই ফ্রী এডুকেশন প্রোগ্রাম মূলত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্য সহযোগিতা নিয়েই তারা করবে এবং তার জন্য সকল সুধীজনের সাহায্য তারা একান্তভাবেই প্রত্যাশা করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খয়রাগড় বিশ্ববিদ্যালয়ের ড্রামা ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর যোগেন্দ্র চৌবে মহাশয়। তিনি "তেপান্তর পাঠশালা"র জন্য তার বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান যার মাধ্যমে বাচ্চারা এই পাঠশালার শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট পাবে। অনুষ্ঠানটির সমাপ্তি হয় একটি মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান এবং বাচ্চাদের একটি পাপেট শোর মধ্যে দিয়ে এবং শেষে 'বসে আঁকো' প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বাচ্চাদেরকে একটি করে পুরস্কার এবং যারা প্রথম থেকে পঞ্চম হয়েছে তাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।