Upcoming: Autumn Edition'24
Ongoing: Autumn Edition'23
ISSN 2321 - 4805
সম্প্রতি তেপান্তর নাট্যগ্রামে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল “সপ্তপর্ণী নাট্য উৎসব” নামে ‘দল নাট্যগোষ্ঠী’র প্রথম লোকনাট্য উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোলকাতার বিশিষ্ট নাট্যসমালোচক ও গবেষক আশিস গোস্বামী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর পাঠভবনের অধ্যক্ষ বোধিরূপা সিংহ এবং ‘ভাবনা থিয়েটার’ ম্যাগাজিনের সম্পাদক অভীক ভট্টাচার্য প্রমুখ। শান্তিনিকেতন কেন্দ্রিক নাট্যদল ‘দল নাট্যগোষ্ঠী’র তিন ব্যাপী আয়োজিত এই নাট্য উৎসবে লোক নৃত্য, সঙ্গীত, এবং থিয়েটার মিলে মোট আটটি প্রযোজনা মঞ্চস্থ হয়। প্রথম দিন মঞ্চস্থ হয় অরূপ চক্রবর্তীর লোক সঙ্গীত এবং বিম্ববতী দেবী ও তাঁর দলের লোক নৃত্য। দ্বিতীয় দিনের শুরু হয় বীরভূমের লোক সঙ্গীত শিল্পী অরূপ থাণ্ডারের লোক সঙ্গীত; এরপর পশ্চিম বর্ধমান ‘গড় জঙ্গল’ এলাকার লোক নৃত্য এবং সবশেষে মঞ্চস্থ হয় বাংলার অন্যতম লোক নৃত্য ‘রায়বেঁশে’। শেষ দিন শুরু হয় পুরুলিয়ার ‘ঝুমুর গান’ দিয়ে; তারপর উত্তর দিনাজপুরের লোক নাটক ‘খন’ এবং সবশেষে ছিল উড়িষ্যার বিখ্যাত লোক নৃত্য ‘সামবালপুরী নৃত্য’।