Upcoming: Autumn Edition'24
Ongoing: Autumn Edition'23
ISSN 2321 - 4805
নিউজ ডেস্ক: ৫ই জুন ২০২২ কেশব চন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান ও বিশ্ব পরিবেশ দিবস এর সচেতনতার এক সুন্দর অনুষ্ঠান এর আয়োজন হয়,এই রক্তদান শিবিরে মোট ৪০জন রক্তদাতা রক্ত দেন তার মধ্যে ৩২জন পুরুষ এবং ৮জন মহিলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় কুনাল ঘোষ মহাশয়, ৪০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ হাজরা ও পৌর প্রতিনিধি সূপর্না দত্ত, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী,২৮ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি অয়ন চক্রবর্তী, সঙ্গীতশিল্পী অনামিকা ঘোষ,সুমন মন্ডল,বুলবুল সাউ, সোসাইটির চেয়ারম্যান সঞ্জয় রায় এবং মানব দে, বাবুয়া সিং প্রমুখ। সমস্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে কমলেশ সাউ ও তার সহযোগিরা কৃতিত্বের দাবিদার।