Upcoming: Bengali New Year Edition '25

Ongoing: Sarat Sankhya (Autumn Edition '24)

ISSN 2321 - 4805

  • বাংলা ছবিতে প্রথমবার ফাইট মাষ্টার জগন বিল্লা

    23 Jun 2022: বাংলা ছবিতে প্রথমবার ফাইট মাষ্টার জগন বিল্লা

    Swapan Mahato , Photo Journalist , Freelence

    ডিজিটাল ডেস্ক.কলকাতা :- ৮ ই জুলাই ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে শুভংকর ভৌমিক এর ছবি "কলি ও অর্জুন"। পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে শুভংকর ভৌমিকের। এটি মূলত একটি ভাই ও বোনের গল্প। ছোট ভাই তার দিদিকে শ্বশুর বাড়ীতে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। খুব শীঘ্রই কলকাতা ও জেলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।ছবি ঘিরে বেশ আশাবাদী পরিচালক শুভংকর ভৌমিক। এই ছবি কলি ও অর্জুন আউট এবং আউট কমার্শিয়াল ছবি, যা বাংলা ছবির বাজারে আরেকটা মাইল স্টোন হতে চলেছে। বাংলা ছবির হিট লিস্টে আরো একটা সুপারহিট মুভির নাম উঠতে চলেছে বলে মনে করেন, ইম্পার প্রাক্তন সভাপতি এবং দাগা ফ্লিমস এর কর্ণধার শ্রী কৃষ্ণ নারায়ন দাগা। শ্রী কৃষ্ণ নারায়ন দাগা বলেন রাজের প্রথম ছবি মেগাহিট হয়েছিল #কলিরঅর্জুন# ১১ সপ্তাহ #ধরে# চলেছিল, তারপর রাজের দ্বিতীয় ছবি মুক্তি হয়েছিল #মন বলে প্রিয়া প্রিয়া# ওটাও ছিলো সুপারহিট। ওই দুটো ছবিতেই রাজ প্রমান করে দিয়েছিলেন যে তিনি কারো থেকে কম কিছুতে নয়। রাজ অ্যাকশন হিরো, ডান্সিং হিরো, রাজের নিজেস্ব একটা আলাদা স্টাইল আছে, নিজের আলাদা ফ্যান ফলোয়ার আছে, যা আজকালকার অনেক হিরোর নেই। এই ছবিতে আরও একজনের নাম উল্লেখ্য যিনি মিলন ভৌমিকের ঘরের ছেলে কৃষ্ণেন্দু যিনি কলির অর্জুন ছবিতে প্রধান খলনায়নের ভূমিকায় অভিনয় করেছিলেন এই ছবিতেও অভিনয় করছেন। কিন্তু নতুন চরিত্রে কমেডিয়ান খলনায়ক তিনিও নিজেকে প্রমাণ করেছেন যে সব চরিত্রেই তিনি পারদর্শী। আর একজনের কথা না বললেই নয় যিনি আমাদের সকলের প্রিয় খরাজ ওনার নামটাই সব - ওনাকে নিয়ে কিছু বলতে লাগেনা। আর সব থেকে বড় চমক এই প্রথমবার বাংলা তথা বাংলায় ফাইট মাস্টার জগন বিল্লা।। দক্ষিণ ভারতের ছবি পুষ্পার সাফল্যের পরে এটা দ্বিতীয় ছবি বাংলায় ।। বি . সতীশের ক্যামেরা। সুতরাং বলা যেতেই পারে এই সব মিলিয়ে বাংলার দর্শক কলি ও অর্জুনের ফাইটিং সিন নতুন রূপে দেখতে চলেছে , এর সাথে মুম্বাই বিখ্যাত ডান্সমাস্টার জেমস অ্যান্থনির ড্যান্স অনেকদিন পরে কমার্শিয়াল মুভিতে নুতন ভাবে দর্শক উপভোগ করতে পারবে। পরিচালনায় এ ছবির সুরকার সৌমিত্র কুণ্ডু।। "কলি ও অর্জুন" ছবিতে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা যিনি আমাদের মধ্যে আর নেই যার অভিনয় আমরা কোনোদিন ভুলতে পারবোনা আমাদের মনের মধ্যে থেকে যাবেন তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রানী দত্ত, খরাজ মুখার্জী, শুভদ্রা মুখার্জী, কৃষ্ণেন্দু চ্যাটার্জী, দীপ মহানবিশ, তাপস চক্রবর্তী সহ আরো অনেকে। মুখ্য চরিত্রে অভিনয়ে করেছেন রাজ এবং মিনাশ্রী। সুতরাং এবার শুধু কয়েকদিনের অপেক্ষা বাংলার দর্শকরা আগামী ৮ই জুলাই ঈদের দিনে এক নতুন ধরনের জমজমাট বাংলা ছবি উপহার পেতে চলেছে।