জন্মদিন মানেই আর পাঁচটা দিনের থেকে পুরোটাই আলাদা। সেই দিন টা শুধুমাত্র আনন্দ নাচ-গান হইচই খাওয়া-দাওয়া ইত্যাদির মধ্যেই যেন সারাদিন নিজেকে খুশির মেজাজে ভাসিয়ে রাখা। কিন্তু এই জন্মদিন পুরোটাই আলাদা নিজের মেয়েকে হারিয়ে অন্যের বাচ্চাদের মধ্যে নিজের মেয়েকে খুঁজে পাওয়া। এমনই চিত্র দেখা গেল কলকাতার নিষিদ্ধ পল্লীতে। অভিনেত্রী মধুমিতা সরকার তার মেয়েকে হারিয়েছে ২০১৬ সালে। মাত্র দু বছর নয় মাস বয়সে সব মায়া কাটিয়ে ইহলোক ত্যাগ করে। কিন্তু অভিনেত্রী মনে করেন যে তার মেয়ে এখানেই আছে সব বাচ্চাদের মধ্যেই তার মেয়ে এখনো বেঁচে আছে। তারপর থেকেই তার মেয়ের জন্মদিন প্রতি বছরই কোনো না কোনো কচিকাচাদের সাথে সেই দিনটা সর্বক্ষণিক কাটান আর সেই বাচ্চাদের মধ্যেই কিন্তু তার মেয়েকে তিনি দেখতে পান। সেইরকমই এই বছর সোমবার ছিল তার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে কিন্তু তিনি যৌনপল্লী যত কচিকাঁচা রয়েছে তাদেরকে সঙ্গে করে তার মেয়ের কিন্তু জন্মদিন পালন করলেন এবং তাদের হাসিখুশি মুখের মধ্যে কিন্তু তিনি তার মেয়েকে খুঁজে পেলেন এমনই জানালেন অভিনেত্রী মধুমিতা সরকার। পাশাপাশি তিনি আরো জানান যে এই কচিকাঁচাদের নিয়ে তিনি একটি ওয়াকসপ করছেন। যেহেতু তিনি একজন অভিনেত্রী তার নিজস্ব প্রোডাকশন হাউস আছে। সেই কারণে এই কচিকাঁচাদের সেখানে নিয়ে গিয়ে তাদেরকেও একটা সুন্দর ভবিষ্যৎ করে দেওয়ার চেষ্টা তে তিনি অবিরাম এগিয়ে চলেছেন। দুর্বার সমিতির পক্ষ থেকে তেনারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । কারণ জন্মদিনে মানুষ বিভিন্ন জায়গায় পার্টি করে আনন্দ করে জন্মদিন পালন করে। কিন্তু এই রকম কিছু নিষিদ্ধপল্লি বাচ্চাদের কে নিয়ে মেয়ের জন্মদিন পালন করা এবং সেই নিষিদ্ধপল্লির বাচ্চাদের মুখে হাসি ফোটানো একটা সত্যি অন্যরকম মাত্রা দেয়।