Upcoming: Autumn Edition'24

Ongoing: Autumn Edition'23

ISSN 2321 - 4805

  • মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের ছবি ' পরকীয়া '

    13 Jul 2022: মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের ছবি ' পরকীয়া '

    Swapan Mahato , Photo Journalist , Freelence

    ডিজিটাল ডেস্ক,কলকাতা:- মধ্য কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে তৈরি সল্প দৈর্ঘ্যের ছবি ' পরকীয়া '। এখনকার দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার উপরে ভর করেই গল্পটা লিখেছেন সালাউদ্দিন গোলদার। অলকেশ সেন তার স্ত্রী দীপিকা ও তার একটি মেয়ে মুনমুন। অপরদিকে আর এক পরিবার নিলেন্দু মজুমদার ও তার স্ত্রী চন্দ্রিমা। অলকেশ বাবু ভালো চাকরি করেন , মাঝে মাঝে অফিসের কাজে তাকে বাইরে যেতে হয় , অলকেশ বাবু খুব রোমান্টিক , তিনি তার স্ত্রী দীপিকার উপর দিয়ে নিজের শারীরিক কামনা - বাসনার তৃপ্ত হন, বেশিরভাগ সময় দীপিকা সহ্য করতে পারে না, কিন্তু অলকেশ বাবু না শোনার পাত্র নন, শরীরের ভোগ বাসনা ওনার চাই। অফিসের কাজে অলকেশ বাবুকে হঠাৎ শিলিগুড়ি যেতে হয়। দীপিকা মেয়েকে নিয়ে স্কুলে যায় দিতে আর সেখানে পরিচয় হয় সুজয়ের সাথে। সুজয় খুব হ্যান্ডসাম, দীপিকাও দেখতে খুব সুন্দরী। কয়েক দিনের মধ্যেই সুজয় ও দীপিকার মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্ক পৌঁছে যায় দীপিকার বেডরুম পর্যন্ত। অলকেশ বাবুর শিলিগুড়ি যাওয়ার সুযোগে দীপিকা ডাকে সুজয়কে আর চলে শরীর দেওয়া - নেওয়ার পালা। অল্প সময়ের মধ্যে দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়। অন্যদিকে অলকেশ বাবু শিলিগুড়ি যাওয়ার ট্রেন মিস করে ফিরে আসে বাড়িতে। আর দেখে দীপিকা ও সুজয়কে একসাথে বেডরুমে। দুজনেই খুব ভয় পেয়ে যায়। সুজয় সাহস দেয় দীপিকাকে বলে পরকীয়া এখন অপরাধ নয়। অলকেশ বাবু স্তম্বিত। তার মনের জিজ্ঞাসার চিহ্ন? সত্যিই কি পরকীয়া অপরাধ নয়? অন্যদিকে শান্ত স্বভাবের চন্দ্রিমা, তার কাছে পতি পরম গুরু। স্বামীর কথা অমান্য করা তার কাছে পাপ। সেই সুযোগ নিয়ে নিলেন্দু বাবু তার ভোগ বাসনা পূরণ করেন প্রতিরাতে। এত ভালো স্ত্রী থাকা সত্বেও নিলেন্দু বাবুর আলাপ হয় মিতালীর সাথে, তার মোহময়ী শরীরে বশ করে নিলেন্দুকে ক্রমে বেড়ে ওঠে মেলামেশা, বাড়তে থাকে ঘনিষ্ঠতা চলতে থাকে শরীর দেওয়া - নেওয়া। এর মাঝে মিতালী নিলেন্দু কে বলে আচ্ছা আমরা কোন ভুল করছি না তো? নিলেন্দু মিতালি কে বোঝায় আরে চিন্তা করছো কেন পরকীয়া এখন অপরাধ নয়। এই ছবিটা দেখা যাবে jio bangla TV YouTube Channel এ।। এই ছবিতে অভিনয় করেছেন রাজু মজুমদার, টাইগার রাজীব, কৃষ্ণেন্দু চ্যাটার্জি, সাজনা, আরমান রানা, সায়নী রায়, রিম্পা, অর্পিতা, দেবপ্রীত শর্মা। এই ছবির ডিরেকশন, স্ক্রিন প্লে, স্টোরি, ম্যানেজমেন্ট - সালাউদ্দিন গোলদার।।